Friday, June 24

উত্তরায় লিফট ছিঁড়ে নিহত ৪

উত্তরায় লিফট ছিঁড়ে নিহত ৪

কানাইঘাট নিউজ ডেস্ক: আজ শুক্রবার সন্ধায় রাজধানীর ‍উত্তরায় আলাউদ্দিন টাওয়ারের লিফটের রশি ছিঁড়ে চার জনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় সেখানে আগুন লেগে আহত হয়েছেন অন্তত ১০ জন।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক মোহাম্মদ আলী আহম্মেদ খান বলেন, ''লিফটের রশি ছিঁড়ে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। বেজমেন্টে একটি নামাজের স্থান ছিল। লিফট ছিঁড়ে নিচে পড়লে নামাজের ঘরের দেয়াল ভেঙে যায়, তাতেই এসব হতাহতের ঘটনা। একই সময় আরও একজন আহত হন। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।''

এছাড়া একই ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানান তিনি। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসের ডিজি তিন জনের মৃত্যুর খবর দিলেও নিয়ন্ত্রণ কক্ষ থেকে দায়িত্বরত কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক জানিয়েছেন, রাত ৯টা পর্যন্ত তারা ৪ জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হয়েছেন।

নিহতদের মধ্যে তিন জন পুরুষ ও একজন নারী। এ ঘটনায় রিয়াজউদ্দিন নামে একজন দমকলকর্মী আহত হয়েছেন বলেও জানান মাহমুদুল। 

এদিকে ওই ঘটনায় লিফটে আগুন লেগে তা ছড়িয়ে পড়লে মার্কেটে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

উত্তরা পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) কাজী শাহান জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই বহুতল ভবনের বেজমেন্টে লিফট থেকে আগুনের সূত্রপাত হয় এবং তা ছড়িয়ে পড়ে।

প্রায় ঘণ্টা দেড়েক চেষ্টার পর সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়।

ঢাকা মেডিকেল ফাঁড়ি পুলিশের এসআই মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, চার জনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আগুনে তাদের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

তাদের মধ্যে তিন জনের পরিচয় মিলেছে। তারা হলেন, মাহমুদুল হাসান (৩৬), তার মেয়ে মাইসা (১০), মোস্তাকিম (৮ মাস)।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়