Sunday, June 12

সিলেট মহিলা কলেজ হোস্টেলে ছাত্রীর আত্মহত্যা


সিলেট, রবিবার, ১২ জুন ২০১৬ :: সিলেট সরকারি মহিলা কলেজের এক ছাত্রী রবিবার গলা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আত্মহননকারী সুভি বেগম (২০) সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার শ্রীধরপাশা গ্রামের মো. বশর আলীর মেয়ে। কলেজ হোস্টেল সুপার সহযোগী অধ্যাপক জামালুর রহমান জানান- ২০১৪-১৫ শিক্ষাবর্ষের অর্থনীতি অনার্স প্রথম বর্ষের ছাত্রী সুভি বেগম প্রায় ১ বছর আগে কলেজের পুরাতন হোস্টেলে ওঠে। সে আরো ৪/৫ জন সহপাঠীর সাথে হোস্টেলের ২১০নং রুমে থাকতো। রোজার শুরু থেকে অন্য ছাত্রীরা বাড়িতে চলে যাওয়ায় সুভি ক’দিন ধরে সে রুমে একা থাকতো। ইফতারের আগে হোস্টেলের ছাত্রী ফারজানা ও তাহমিনা ২১০নং রুমে সামনে গিয়ে সুভিকে ডাকাডাকি করে কোনো সাড়া পায়নি। রাত ৮টার দিকে পাশের রুমের অন্যান্য ছাত্রীসহ ফারজানা ও তাহমিনা আবার সুভিকে ডাকাডাকি করে। ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় তারা বিষয়টি হোস্টেল কর্তৃপক্ষকে জানায়। পরে হোস্টেল সুপার জামালুর রহমানসহ শিক্ষার্থীরা দরজার ফাঁক দিয়ে দেখতে পায় সুভির মৃতদেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। বিষয়টি সিলেট কোতোয়ালি থানাকে অবগত করলে পুলিশ সেখানে যায়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সুভির লাশ উদ্ধার করা হয়নি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়