ছাতক প্রতিনিধি, শুক্রবার, ১৭ জুন ২০১৬ :: ছাতক-সিলেট সড়কে পিকাপ ভ্যান উল্টে গিয়ে ইট চাঁপায় আবুল খয়ের (২৭) নামের এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৬ জন।
শুক্রবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার কালারুকা ইউনিয়নের মাধবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ব্রিকফিল্ড থেকে ইটভর্তি পিকাপ ভ্যান গোবিন্দগঞ্জে যাওয়ার পথে ছাতকগামী একটি সিএনজি অটোরিকসাকে সাইট দিতে গিয়ে উল্টে যায়। এ সময় পিকাপের উপরে থাকা পরিবহন শ্রমিক আবুল খয়ের ইটের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। নিহত খয়ের উপজেলা কালারুকা ইউনিয়নের মাধবপুর গ্রামের ওয়াজিব আলীর পুত্র। দুর্ঘটনায় আহত ৬ জনকে ছাতক উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে ছাতক থানা পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে নিহত পরিবহন শ্রমিকের লাশ উদ্ধার করে। জব্দ করে পিকাপ ভ্যানটি।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়