কানাইঘাট নিউজ ডেস্ক:
জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এবার ব্যবহারকারীদের সঙ্গে সরাসরি আলাপ করবেন এর প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। সেই সঙ্গে ব্যবহারকারীদের নানান অভাব-অভিযোগ শুনবেন তিনি।
এনিয়ে জুকারবার্গের ভাষ্য, ‘ফেসবুক ব্যবহারকারীদের অভাব-অভিযোগ সরাসরি শোনার সুযোগ পাব আমি। তাতে আমি যেমন উপকৃত হব, তেমনই, আশা করি, ফেসবুক ইউজাররারও উপকার পাবেন।’
জুকারবার্গের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে ১৪ ও ১৫ জুনের সন্ধিলগ্নে, বাংলাদেশ সময় রাত সারে ১২টায়।
জুকারবার্গ তাঁর ফেসবুক পেজে এই ঘোষণা করে জানিয়েছেন, তাঁর পেজে কমেন্ট হিসেবে পোস্ট করতে হবে প্রশ্ন। যেসব প্রশ্ন অন্য ইউজারদের সর্বাধিক ভোট পাবে সেই প্রশ্নগুলির উত্তর দেবেন তিনি।
খবর বিভাগঃ
তথ্য প্রযুক্তি
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়