Thursday, June 30

আফগানিস্তানে পুলিশের বাসে আত্মঘাতী হামলা, নিহত ৪০

আফগানিস্তানে পুলিশের বাসে আত্মঘাতী হামলা, নিহত ৪০

কানাইঘাট নিউজ ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলের কাছে পুলিশের সদ্য উত্তীর্ণ ক্যাডেটদের একটি কনভয়ে আত্মঘাতী হামলা হয়েছে। এখন পর্যন্ত ৪০ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

নিহতদের অধিকাংশই নতুন পুলিশ সদস্য। প্রশিক্ষণ শেষে গ্রাজুয়েশন অনুষ্ঠান থেকে ফেরার পথে পর পর দুটো হামলা হয়। খবর বিবিসির।

স্থানীয় গভর্নর হাজি মোহাম্মদ মুসা খান জানিয়েছেন, হামলায় বহু লোক জখম হয়েছে। তালেবান হামলার দায় স্বীকার করেছে।

আফগান পুলিশ এবং সৈন্যরা তালেবানের অন্যতম প্রধান টার্গেট। সপ্তাহখানেক আগে কাবুলে একটি বাসে একই ধরণের এক হামলায় ১৪ জন নিহত হয়েছিল।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়