Wednesday, June 22

এবার ঈদে টানা ৯ দিনের সরকারি ছুটি

এবার ঈদে টানা ৯ দিনের সরকারি ছুটি

কানাইঘাট নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে ৪ জুলাই সরকারি কর্মচারীদের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ১ থেকে ৯ জুলাই টানা সরকারি ছুটি পাবেন সরকারি কর্মচারীরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্বাহী ক্ষমতাবলে এই ছুটি ঘোষণা করেছেন। এর আদেশ জারি হচ্ছে বলে বুধবার দুপুরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন।

তিনি বলেন, “আগামী ৪ জুলাই সরকারি ছুটি ঘোষণা হওয়ায় আগামী ১৬ জুলাই শনিবার সরকারি চাকুরেদের অফিস করতে হবে।”
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৬ বা ৭ জুলাই বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

৬ জুলাই ঈদ ধরে আগামী ৫, ৬ ও ৭ জুলাই ঈদের ছুটি নির্ধারিত আছে। সে সঙ্গে যোগ হচ্ছে ৩ জুলাই শব-ই কদরের ছুটি। ঈদের আগে শুধু শব-ই কদরের ছুটির পরের দিন ৪ জুলাই অফিস খোলা ছিল।

রোজার ঈদের আগে সরকারি চাকুরেদের শেষ অফিস ৩০ জুন। ১ ও ২ জুলাই যথাক্রমে শুক্র ও শনিবার। আর ৩ এবং ৭ জুলাই ঈদের ছুটি। এর পরের দুই দিন শুক্র-শনিবারের বন্ধ। অর্থাৎ, ঈদের পর আগামী ১০ জুলাই প্রথম অফিস করবেন বাংলাদেশের ১৩ লাখ সরকারি চাকুরে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়