জৈন্তাপুর প্রতিনিধি, মঙ্গলবার, ১৪ জুন ২০১৬ :: সিলেটের জৈন্তাপুরে ট্রাকচাপায় এক মহিলার মৃত্যু হয়েছে। নিহত মাজেদা বেগমের বাড়ি উপজেলার হাজিপুর গ্রামে।
ঈুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাজেদা মঙ্গলবার নিজ বাড়ি থেকে উপজেলার আসামপাড়া টিলাবাড়ি যাচ্ছিলেন। বেলা ২টায় গাড়িযোগে আসামপাড়া বাজারে পৌঁছেন। সেখান থেকে আসামপাড়া গুচ্ছগ্রাম যাওয়ার জন্য সিলেট-তামাবিল মহাসড়কের এক পাশ থেকে অপর পাশে যাওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৫২৩৫) চাপা দেয় মাজেদাকে। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
ঘটনায় পর উপস্থিত লোকজন রাস্তা অবরোধ করে দিলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সিলেট-তামাবিল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে৷ পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমানসহ গন্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় জৈন্তাপুর থানা ও হাইওয়ে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়