দেলওয়ার হোসেন সেলিম,(প্যারিস)ফ্রান্স:
ফ্রান্স প্রবাসী সিলেটের কানাইঘাট উপজেলার শ্রীপুর গ্রামের অধিবাসী নজরুল ইসলামের সহধর্মিণী মরহুমা খাদিজা শারমিন মণি (২৫) ও তার নবজাতক মৃত পুত্রের ( শিশুর ) জানাযার নামাজ আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় (ফ্রান্সের স্থানীয় সময়) বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ৩ জুন প্যারিসের সেন্ট জোসেফ হাসপাতালে (সন্তান প্রসবকালীন সময়ে) আকস্মিকভভাবে তিনি ইন্তেকাল করেন। পরদিন ৪ জুন নবজাতক শিশু পুত্রটিও মৃত্যুর কোলে ঢলে পড়ে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমা ও তিনির পুত্র সন্তানের অকাল মৃত্যুতে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশী তথা কানাইঘাটের প্রবাসী লোকজনের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তারা তাদের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মরহুমা খাদিজা শারমিন কানাইঘাটের দক্ষিণবাণীগ্রাম ইউনিয়নের উজানীপাড়া গ্রামের মাষ্ঠার আফতাব উদ্দিনের মেয়ে।
জানাযা শেষে রাতের ফ্লাইটে প্যারিস থেকে মরহুমা ও তার নবজাতকের লাশ বাংলাদেশে পাঠানো হবে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়