Monday, June 13

কানাইঘাট সীমান্তে লক্ষাধিক টাকার ভারতীয় বিড়ি জব্দ


কানাইঘাট নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকা থেকে লক্ষাধিক ভারতীয় পাতার বিড়ি (নাসির বিড়ি) জব্দ করেছে সীমান্তে ৪১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ডোনা বিওপির সদস্যরা। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে সীমান্তের এরালিগুল গ্রামের মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করা হয়। বিওপির হাবিলদার মোঃ মাজেদুল ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিড়িগুলো জব্দ করে। জব্দকৃত বিড়ির পরিমাণ এক লাখ পাঁচ হাজার পিস। এগুলোর মূল্য প্রায় ১ লাখ ৫৮ হাজার ৬৫০ টাকার।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়