নিজস্ব প্রতিবেদক:
পূর্ব শত্রুতার জের ধরে কানাইঘাট দিঘীরপাড় পূর্ব ইউপির জয়ফৌদ (ঠাকুরেরমাটি) গ্রামে প্রতিপক্ষের হামলায় সোমবার রাত অনুমান ৯টায় এক পরিবারের দুই মহিলা আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, পূর্ব শত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে ইউপির দর্পনগর পশ্চিম গ্রামের মৃত আজাদুর রহমানের পুত্র ডাঃ কামাল উদ্দিনের নেতৃত্বে ১৫/২০ জন জয়ফৌদ (ঠাকুরেরমাটি) গ্রামের ডাঃ আব্দুর রহিমের বাড়ীতে গিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। হামলাকারীরা বাড়ীতে কোন পুরুষ সদস্যদের না পেয়ে বাড়ীর মহিলাদের মারধর ও বাড়ী ঘরে ইট পাটকেল নিক্ষেপ শুরু করলে তাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। হামলায় বাড়ীর মহিলা মরিয়ম বেগম (৪০) ও হাজিরা বেগম (৩০) আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত মরিয়ম বেগম জানিয়েছেন, পূর্ব বিরোধের জের ধরে ডাঃ কামাল উদ্দিনের নেতৃত্বে হামলা করে বাড়ীর মালামাল লুটপাটের চেষ্টা তাদের বাড়ী ঘওে ইট-পাটকেল নিক্ষেপ এবং তাদের শারীরিক ভাবে নির্যাতন শুরু করলে তাদের আত্মচিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে কামাল গংরা পালিয়ে যায়। এ ঘটনায় আহত মরিয়ম বেগম হামলাকারীদের বিরুদ্ধে কানাইঘাট থানায় মামলা দায়েরের প্রস্ততি নিচ্ছেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়