Friday, June 24

'পুরো সেশন শেষ করতে পারে নি দি মারিয়া'

'পুরো সেশন শেষ করতে পারে নি দি মারিয়া'

কানাইঘাট নিউজ ডেস্ক: গত বুধবার আর্জেন্টিনা কোচ জেরার্দো মার্তিনো বলেছিলেন, অ্যাডাক্টর মাংসপেশির চোটে পড়া দি মারিয়া ফাইনালে খেলার জন্য ‘ফিট’ হয়ে উঠেছেন। বৃহস্পতিবার তিনি অনুশীলনেও নেমেছিলেন।

কিন্তু পুরো সেশন শেষ করতে পারেননি। পরীক্ষা করার পর তার চোটের অবস্থার পরিবর্তন ধরা পড়ে বলে জানায় এএফএ।

দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন সূত্রে আরো জানা যায়, দি মারিয়া ফিট থাকলেও সে পুরো সেশনের প্র্যাকটিসই শেষ করতে পারে নি। তাই তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছেন না জেরার্দ মার্তিনো।

কোপা আমেরিকার শতবর্ষী আসরের গ্রুপ পর্বে পানামার বিপক্ষে ৫-০ গোলে জেতা ম্যাচের প্রথমার্ধে ডান ঊরুতে ব্যথা নিয়ে মাঠ ছেড়েছিলেন পিএসজির মিডফিল্ডার দি মারিয়া। পরে পরীক্ষায় দেখা গেছে, পায়ের অ্যাডাক্টর মাংসপেশি সামান্য ছিড়ে গেছে তার।

এরপর আর মাঠে নামা হয়নি চোটের কারণে ২০১৪ বিশ্বকাপের ফাইনালে খেলতে না পারা দি মারিয়ার। গত বছর চিলির কাছে টাইব্রেকারে হেরে যাওয়া ফাইনালেও চোট নিয়ে প্রথমার্ধেই মাঠ ছাড়তে হয়েছিল তাকে।

নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে বতর্মান চ্যাম্পিয়ন চিলির বিপক্ষে আর্জেন্টিনার ফাইনালটি শুরু হবে বাংলাদেশ সময় আগামী সোমবার ভোর ৬টায়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়