Sunday, June 12

সিলেট অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন


সিলেট, রবিবার, ১২ জুন ২০১৬ :: পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজনীতিবিদ, পেশাজীবী, প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিকদের অংশগ্রহণে সিলেটের অনলাইন গণমাধ্যমকর্মীদের সংগঠন সিলেট অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। রবিবার নগরীর জিন্দাবাজারস্থ অভিজাত রেস্টুরেন্ট স্পাইসিতে অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল যেন সকল পেশাজীবীদের মিলনমেলায় পরিনত হয়। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সিলেট অনলাইন প্রেসক্লাবরে সভাপতি কবি মুহিত চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, ক্লাবের কোষাধক্ষ্য ও ইফতার উপ-কমিটির আহবায়ক মেহেদী কাবুল। মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও মোনাজাত পরিচালনা করেন ইমাম প্রশিক্ষণ একাডেমীর উপ-পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম। প্রেসক্লাবরে সহ-সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদারের সঞ্চালনায় সভাপতির বক্তব্যে প্রেসক্লাব সভাপতি কবি মুহিত চৌধুরী বলেন, সিলেট অনলাইন প্রেসক্লাব সিলেটে কর্মরত অনলাইন গণমাধ্যমকর্মীদের প্রতিনিধিত্ব করছে। অনলাইন প্রেসক্লাব কারো কোন প্রতিদ্বন্ধি নয়, বরং সহযোগী শক্তি। তাই অনলাইন প্রেসক্লাবের পথ চলায় সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জমিয়তের যুগ্ম-মহাসচিব সাবেক এমপি এ্যডভোকেট শাহিনুর পাশা চৌধুরী, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক, জেলা পুলিশের মূখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) সুজ্ঞান চাকমা, জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর জামায়াতের আমীর এ্যডভোকেট এহছানুল মাহবুব জুবায়ের, সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আ.ন.ম ওহিদ কনা মিয়া, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাফুফের সদস্য মাহি উদ্দিন আহমদ সেলিম, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ’র সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদ, সিলেট প্রেসক্লাব ফাউন্ডেশনের সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টিভির ব্যুরো প্রধান আল-আজাদ, সিলেট অনলাইন প্রেসক্লাবের জীবন সদস্য ও দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক দেওয়ান তৌফিক মজিদ লায়েক, সিনিয়র সাংবাদিক আব্দুল মালিক জাকা, সিলেট জেলা বারের সভাপতি সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম শাহিন, সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র (১) রেজাউল হাসান কয়েস লোদী, সিসিকের কাউন্সিলর ও সিলেট অনলাইন প্রেসক্লাবের জীবন সদস্য মখলিছুর রহমান কামরান, বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুন নূর, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মাহবুবুল হক চৌধুরী, মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহকারী প্রক্টর এডভোকেট আব্বাস উদ্দিন, দৈনিক জালালাবাদের ভারপ্রাপ্ত সম্পাদক আজিজুল হক মানিক, সিনিয়র সাংবাদিক ও গল্পকার সেলিম আউয়াল, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, ওকাসের সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেটের ডাক’র ডেপুটি চীফ রিপোর্টার মুহাম্মদ তাজ উদ্দিন, বাংলাদেশ কম্পিউটার সমিতি সিলেট শাখার সভাপতি এনামুল কুদ্দুস চৌধুরী, ট্রিপ সলিউশনের পরিচালক জাহেদ আহমদ, দৈনিক আলোকিত বাংলাদেশের ব্যুরো প্রধান ফারুক আহমদ, দৈনিক সংবাদ’র বিশেষ প্রতিনিধি আকাশ চৌধুরী, পূবালী ব্যাংকের জিএম এসএম সিরাজুল ইসলাম চৌধুরী, ইসলামী ব্যাংকের আম্বরখানা শাখার ব্যাবস্থাপক শহিদ আহমদ, দৈনিক সিলেটের ডাকের সাহিত্য সম্পাদক আব্দুল মুকিত অপি, মাছরাঙ্গা টিভির সিলেট প্রতিনিধি শাকির আহমদ, জেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক সুটন সিংহ, যমুনা টিভির রিপোর্টার প্রত্যুষ তালুকদার, এটিএন নিউজের সিলেট প্রতিনিধি সজল ছত্রী, সিলেট অনলাইন প্রেসক্লাবের জীবন সদস্য শেখ আলমগীর হোসেন, সিলেট কল্যাণ সংস্থার সভাপতি এহসানুল হক তাহের, বাংলাদেশ প্রতিদিনের ফটো সাংবাদিক নাজমুল কবির পাবেল, এনটিভির ক্যামেরা পার্সন আনিছুর রহমান, এ্যডভোকেট মামুনুর রশীদ মামুন প্রমুখ। এর আগে ইফতার মাহফিলে আগত অতিথিদের অভ্যর্থনা জানান সিলেট অনলাইন প্রেসক্লাবরে সহ-সভাপতি গোলজার আহমদ হেলাল তথ্য ও প্রযুক্তি সম্পাদক কে.এ রহিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক তোফায়েল আহমদ, নির্বাহী সদস্য আব্দুল মুহিত দিদার, মারুফ হাসান, শিব্বির আহমদ ওসমানী, সিলেট মিডিয়া ডটকম’র প্রধান সম্পাদক মিসবাহ মনজুর, সিলেটের কন্ঠ ডটকম’র প্রধান সম্পাদক জাবেদ আহমদ। ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- তাওহিদুল ইসলাম, ফারহানা বেগম হেনা, মবরুর আহমদ সাজু, রাহিবুর রহমান ফয়সল, তানভীর তালুকদার, আতিকুর রহমান ছামি, খছরুামান পারভেজ, মুন্নী আক্তার, সুহেল আহমদ, মাসুদ আহমদ রনি, নূরুল আমীন, কামাল আহম, তাসলিমা খানম বীথি, সেলিম আহমদ, মাজরুল ইসলাম সাদি, উদয় জুয়েল, আফরোজ খা, সহযোগী সদস্য আলতাফুর রহমান আনসার, ইমরান আহমদ প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়