Saturday, June 11

ফের পেছাল আওয়ামী লীগের সম্মেলন

ফের পেছাল আওয়ামী লীগের সম্মেলন

কানাইঘাট নিউজ ডেস্ক: ফের পেছাল আওয়ামী লীগের সম্মেলন। আগামী ২২ ও ২৩ অক্টোবর এ সম্মেলন অনুষ্ঠিত হবে। আজ শনিবার গণভবনে দলটির কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে, দুই দফা ক্ষমতাসীন আওয়ামী লীগের সম্মেলন পেছানো হয়।

সম্মেলন পেছানোর কারণ সম্পর্কে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ঈদের পরপর সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। এ সময়টাতে যানজট থাকতে পারে। এছাড়া তখন বৃষ্টির মৌসুম। কাউন্সিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেসব ডেলিগেটরা আসবেন তাদের কথা বিবেচনা করে সম্মেলনের তারিখ পেছানো হয়েছে।

আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিল হয়েছিল চার বছর আগে ২০১২ সালে ডিসেম্বরে। সে অনুযায়ী গত ২৯ ডিসেম্বর বর্তমান কমিটির মেয়াদ ফুরায়। প্রথমে কাউন্সিলের জন্য ২৮ মার্চ দিন নির্ধারণ করে দলটি। পরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য তারিখ পিছিয়ে ১০ জুলাই করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়