Tuesday, June 7

চলন্ত অবস্থায় গাড়ির ব্রেক ফেল করলে কী করবেন জানেন?


কানাইঘাট নিউজ ডেস্ক: চলন্ত অবস্থায় গাড়ির ব্রেক যদি ফেল করে তখন কি করা যায় এনিয়ে মাথা ঠিক থাকে না। দুর্ঘটনা থেকে মুক্ত হতে অনেক চেষ্টাও করে থাকি। অনেক সময় সেই চেষ্টায় সফল হয়ে থাকি আবার ব্যর্থ হই। তাই একটু খেয়াল করলে এই সমস্যায় দুর্ঘটনা এড়ানো সম্ভব। খুব সাধারণ সমস্যা। একটু সতর্ক থাকলেই মোকাবিলা করা যায়। কোনও চিন্তা নেই। একটা কথা শুধু মনে রাখবেন, ব্রেক ফেল হল অতি সাধারণ একটি সমস্যা। উদ্বিগ্ন হবেন না। ১. প্রথমেই উদ্বিগ্ন হওয়া বন্ধ করুন। মাথা ঠান্ডা করে ফেলুন সবার আগে। ২. এর পরে অ্যাকসিলারেটর থেকে বা সরিয়ে নিন। গাড়িতে ক্রুজ কন্ট্রোল থাকলে, সেটি বন্ধ করুন। ৩. ব্রেকে প্রেশার কম মনে হলে বারে বারে পাম্প করতে থাকুন। ৪. গাড়ির গিয়ার একেবারে নামিয়ে আনুন। এতে গাড়ির গতি কমবে। তবে গিয়ার কমান ধীরে ধীরে। ৫. এর পরে হ্যান্ড ব্রেক ব্যবহার করুন। ৬. রাস্তা যদি চওড়া এবং ফাঁকা থাকে, তা হলে আরও সুবিধে। ওই কম গতিতে গাড়ি এঁকেবেঁকে চালান। এতে গতি আরও কমবে। তবে বেশি গতিতে এ কাজ করতে যাবেন না। ৭. এইভাবে গতি অনেকটা কমে এলে বালি বা ঝোপের মতো কোথাও গাড়়িটি ভিড়িয়ে দিন। তবে পুকুর, নদী এড়িয়ে। ৮. সিট বেল্ট যেন পরা থাকে। আর ব্রেক ফেল করলে যত বেশি সম্ভব হর্ন দিন।-এবেলা

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়