Sunday, June 12

স্কুলছাত্রকে রড দিয়ে পিটিয়ে হত্যা


নরসিংদী: নরসিংদীতে রড দিয়ে পিটিয়ে মঈন উদ্দিন নামে এক স্কুলছাত্রকে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। রবিবার সকাল ১০টার দিকে শহরের কাউরিয়া পাড়া নতুন লঞ্চঘাট এলাকায় প্রতিপক্ষের লোকজনের আঘাতে আহত হওয়ার পর সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেলে তার মৃত্যু হয়। মঈন উদ্দিন ওই এলাকার বিল্লাল ঘটকের ছেলে। সে শহরের আলীজান জে এম একাডেমির নবম শ্রেণির ছাত্র। জানা গেছে, সকালে নতুন লঞ্চঘাটের পাশ্ববর্তী বাসিন্দা আবদুল করিমের ছেলে শাহিন মিয়ার একটি স্যামসং গ্যালাক্সি মোবাইল সেট চুরি হয়। একই এলাকার রক্সি নামে এক যুবক মোবাইল সেটটি চুরি করেছে বলে শাহিনের পরিবার সন্দেহ করে। কিন্তু রক্সি চুরির বিষয়টি অস্বীকার করে। এই নিয়ে দুই পরিবারের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে রক্সির নেতৃত্বে ১০ থেকে ১২ জন নারী-পুরুষ রড ও লাঠিসোটা নিয়ে তাদের উপর হামলা চালায়। এতে রডের আঘাতে শাহিনের মামাতো ভাই মঈন উদ্দিন মাথায় গুরুতর আহত হন। নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর মঈনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ছয়টার দিকে মঈন মারা যান। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক নারীতে আটক করা হয়েছে বলে নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানিয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়