জকিগঞ্জ প্রতিনিধি, মঙ্গলবার, ১৪ জুন ২০১৬ :: রমজান মাসের রাতে জকিগঞ্জে ডাকাতির ঘটনা ঘটেছে। একটি সূত্র জানায়, সোমবার দিবাগত রাত আনুমানিক একটার দিকে মানিকপুর ইউনিয়নের মাতারগ্রামের মুজিবুর রহমানের বাড়িতে অস্ত্র নিয়ে ১২-১৩ জনের একটি ডাকাতদল হানা দিয়ে ঘরের সিটকারি ভেঙ্গে ঘরে ঢুকে লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি রেখে মারধর করে ঘর তছনছ করে ডাকাতি করেছে। ডাকাতদলের মারধরের শুর চিৎকার শুনে এলাকার হারুন মিয়া নামের একজন এগিয়ে আসলে তাকেও বেঁধে রেখে পিঠিয়ে আহত করে ডাকাত সদস্যরা।
পরে গ্রামের লোকজনের উপস্থিতি টের পেয়ে ডাকাত সদস্যরা পালিয়ে যায়। মাহে রমদ্বানের রাতে ডাকাতির ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন। জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অপরদিকে ভোর রাতে জকিগঞ্জ ও কানাইঘাট থানা পুলিশ বারহাল এলাকার শরিফাবাদ থেকে ট্রাকসহ ৩ ডাকাত সদস্যকে আটক করেছে। জকিগঞ্জ থানা পুলিশের হাতে আটক কানাইঘাটের সয়ফুল ওরফে নাক কাটা সয়ফুল ও কানাইঘাট থানা পুলিশের হাতে আটক কয়ছর ডাকাত ও সেলিম ডাকাত।
জকিগঞ্জ থানার ওসি সফিকুর রহমান খাঁন জানান, মাতারগ্রামে ডাকাতদলের হানা দেয়ার সংবাদ পেয়ে পুলিশ সর্তক অবস্থায় ছিলো। গোপণ সংবাদের ভিত্তিতে ভোর রাতে শরিফাবাদ এলাকায় অভিযান করে নাক কাটা সয়ফুল ডাকাতকে জকিগঞ্জ থানা পুলিশ আটক করে। অন্যরা পালিয়ে যায়। পরে কানাইঘাট থানা পুলিশের সহযোগীতায় কয়সর ডাকাত ও সেলিম ডাকাতকে আটক করা হয়। কানাইঘাট থানা পুলিশের হাতে আটক ডাকাতদের বিকেলে জকিগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আটককৃত ডাকাতদের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নাক কাটা সয়ফুলের বিরুদ্ধে ৭ টি ডাকাতি মামলা রয়েছে বলে ওসি জানিয়েছেন।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়