কানাইঘাট নিউজ ডেস্ক: এবারের
ডাকা প্রিমিয়ার লিগে প্রইম ব্যাংকের হয়ে খেলছেন রুবেল হোসেন। বেশ কিছুদিন
মাঠের বাহিরে ছিলেন তিনি। মাঠে ফিরেই ভালো খেলা উপহার দিলেন দর্শকদের।
প্রাইম দোলেশ্বরকে হরানোর পেছনে রুবেলের অবদান ছিল অনেকটাই। সাথে ভারতের
চাঁদ এর ব্যাটিং সহজ করে দেয় জয়ের পথ।
ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রাইম দোলেশ্বরকে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৬ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক। এই জয়ে কাগজে-কলমে হলেও টিকে রইল বর্তমান চ্যাম্পিয়নদের শিরোপা ধরে রাখার সম্ভাবনা।
আবাহনীর বিপক্ষে আগের ম্যাচটি স্থগিত হয়ে আছে বিতর্কে। এবার হেরে গিয়ে আরও বিপাকে দোলেশ্বর।
ম্যাচের দ্বিতীয় বলেই রনি তালুকদারকে ফিরিয়ে দেন রুবেল। পরের ওভারে দোলেশ্বর খায় আরও বড় ধাক্কা; রান আউট লিগে দলের সফলতম ব্যাটসম্যান ইমতিয়াজ হোসেন।
খনিক পর রুবেলের শিকার সগির গোসেন। দোলেশ্বরের রান তখন ৩ উইকেটে ১৪। প্রথম ৪ ওভারে ৮ রান নিয়ে রুবেলের উইকেট দুটি। সেই ধাক্কা আর সামাল দিতে পারেনি দোলেশ্বর।
প্রাইম ব্যাংকের তিন স্পিনারও উইকেট নিয়েছেন একটি করে। উইকেটের স্রোতে খানিকটা বাধ দিতে পেরেছিলেন কেবল নাসির হোসেন। তবে তার লড়াইয়ের শেষটা দেখতে দেয়নি বৃষ্টি। তুমুল বৃ্ষ্টিতে যখন খেলা বন্ধ হলো, দোলেশ্বরে রান ৩৩ ওভারে ৬ উইকেটে ১০০।
লম্বা বৃষ্টি বিরতির পর দোলেশ্বরের আর সুযোগ ছিল না ব্যাটিংয়ের। প্রাইম ব্যাংকের লক্ষ্য দাঁড়ায় ৩৩ ওভারে ১১৮।
ইনিংসের দ্বিতীয় বলে উইকেট হারায় প্রাইম ব্যাংকও। সানজামুলের স্পিনে আরও ২ উইকেট পড়ে যায় দ্রুতই। ঘন কালো আকাশের নিচে ব্যাটিং তখন দুরূহ। ২২ গজে তবু আলো ছড়ালেন ভারতীয় ব্যাটসম্যান চাঁদ। সাব্বির রহমানের সঙ্গে চতুর্থ উইকেটে তার ৫৫ রানের জুটিতেই অনেকটা নিশ্চিত জয়।
৩ চার ও ২ ছক্কায় ৪৩ রানে অপরাজিত থাকেন চাঁদ। দোলেশ্বরে নাড়িয়ে দেওয়া প্রথম স্পেলটির জন্য ম্যাচ সেরা রুবেল হোসেন।
সংক্ষিপ্ত স্কোর:
প্রাইম দোলেশ্বর: ৩৩ ওভারে ১০০/৬ (ইমতিয়াজ ২, রনি ০, রকিবুল ১৫, সগির ৫, শচিন বেবি ১৭, নাসির ৩০*, সানজামুল ১৮, জিয়াউর ৭*; রুবেল ২/১৯, আজিম ০/১৯, শুভাগত ১/২৮, মনির ১/১৫, নাজমুল অপু ১/১৭)।
প্রাইম ব্যাংক: ২৫ ওভারে ১২২/৪ (লক্ষ্য ৩৩ ওভারে ১১৮) (মারুফ ০, চাঁদ ৪৩, শুভাগত ১৭, নুরুল ৮, সাব্বির ২৮, তাইবুর ১৬*; ফরহাদ ১/২২, আল আমিন ০/১৩, সানজামুল ২/২৫, রাহাতুল ০/৪০, নাসির ১/১৮)।
ফল: প্রাইম ব্যাংক ৬ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: রুবেল হোসেন।
ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে প্রাইম দোলেশ্বরকে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৬ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক। এই জয়ে কাগজে-কলমে হলেও টিকে রইল বর্তমান চ্যাম্পিয়নদের শিরোপা ধরে রাখার সম্ভাবনা।
আবাহনীর বিপক্ষে আগের ম্যাচটি স্থগিত হয়ে আছে বিতর্কে। এবার হেরে গিয়ে আরও বিপাকে দোলেশ্বর।
ম্যাচের দ্বিতীয় বলেই রনি তালুকদারকে ফিরিয়ে দেন রুবেল। পরের ওভারে দোলেশ্বর খায় আরও বড় ধাক্কা; রান আউট লিগে দলের সফলতম ব্যাটসম্যান ইমতিয়াজ হোসেন।
খনিক পর রুবেলের শিকার সগির গোসেন। দোলেশ্বরের রান তখন ৩ উইকেটে ১৪। প্রথম ৪ ওভারে ৮ রান নিয়ে রুবেলের উইকেট দুটি। সেই ধাক্কা আর সামাল দিতে পারেনি দোলেশ্বর।
প্রাইম ব্যাংকের তিন স্পিনারও উইকেট নিয়েছেন একটি করে। উইকেটের স্রোতে খানিকটা বাধ দিতে পেরেছিলেন কেবল নাসির হোসেন। তবে তার লড়াইয়ের শেষটা দেখতে দেয়নি বৃষ্টি। তুমুল বৃ্ষ্টিতে যখন খেলা বন্ধ হলো, দোলেশ্বরে রান ৩৩ ওভারে ৬ উইকেটে ১০০।
লম্বা বৃষ্টি বিরতির পর দোলেশ্বরের আর সুযোগ ছিল না ব্যাটিংয়ের। প্রাইম ব্যাংকের লক্ষ্য দাঁড়ায় ৩৩ ওভারে ১১৮।
ইনিংসের দ্বিতীয় বলে উইকেট হারায় প্রাইম ব্যাংকও। সানজামুলের স্পিনে আরও ২ উইকেট পড়ে যায় দ্রুতই। ঘন কালো আকাশের নিচে ব্যাটিং তখন দুরূহ। ২২ গজে তবু আলো ছড়ালেন ভারতীয় ব্যাটসম্যান চাঁদ। সাব্বির রহমানের সঙ্গে চতুর্থ উইকেটে তার ৫৫ রানের জুটিতেই অনেকটা নিশ্চিত জয়।
৩ চার ও ২ ছক্কায় ৪৩ রানে অপরাজিত থাকেন চাঁদ। দোলেশ্বরে নাড়িয়ে দেওয়া প্রথম স্পেলটির জন্য ম্যাচ সেরা রুবেল হোসেন।
সংক্ষিপ্ত স্কোর:
প্রাইম দোলেশ্বর: ৩৩ ওভারে ১০০/৬ (ইমতিয়াজ ২, রনি ০, রকিবুল ১৫, সগির ৫, শচিন বেবি ১৭, নাসির ৩০*, সানজামুল ১৮, জিয়াউর ৭*; রুবেল ২/১৯, আজিম ০/১৯, শুভাগত ১/২৮, মনির ১/১৫, নাজমুল অপু ১/১৭)।
প্রাইম ব্যাংক: ২৫ ওভারে ১২২/৪ (লক্ষ্য ৩৩ ওভারে ১১৮) (মারুফ ০, চাঁদ ৪৩, শুভাগত ১৭, নুরুল ৮, সাব্বির ২৮, তাইবুর ১৬*; ফরহাদ ১/২২, আল আমিন ০/১৩, সানজামুল ২/২৫, রাহাতুল ০/৪০, নাসির ১/১৮)।
ফল: প্রাইম ব্যাংক ৬ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: রুবেল হোসেন।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়