Wednesday, June 1

সাশ্রয়ী দামের ফোন আনলো হুয়াওয়ে


কানাইঘাট নিউজ ডেস্ক: দেশের বাজারে এসেছে হুয়াওয়ের নতুন ফোন। মডেল ওয়াইথ্রি ২ । এর মূল্য মাত্র ৬ হাজার ১৯০ টাকা। ফোনটিতে আছে ৪.৫ ইঞ্চির হাই পিক্সেলের আইপিএস ডিসপ্লে, ১.৩ গিগাহার্টজের কোয়াড কোর প্রসেসর, ১ জিবি র‌্যাম ও ৮ জিবি বিল্টইন মেমোরি। ছবি তোলার জন্য আছে পাঁচ মেগাপিক্সেলের রিয়ার ও দুই মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেম। দীর্ঘক্ষণ ব্যবহারের জন্য দেয়া হয়েছে ২১০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি যা দিয়ে ঘন্টার পর ঘণ্টা ওয়েব ব্রাউজিং, মিউজিক ও ভিডিও প্লে করা যাবে। অত্যাধুনিক ব্লুটুথ ৪.০ কানেক্টিভিটি, ওয়াইফাই ডাইরেক্ট, ওয়াইফাই হটস্পট, মাইক্রোইউএসবি, জি-সেন্সর, এল-সেন্সর এবং প্রোক্সিমিটি-সেন্সর প্রযুক্তি দেয়া হয়েছে ফোনটিতে। রেইনবো লাইট ও ইজি কী-এর মতো কিছু বিশেষ ফিচার যুক্ত করা হয়েছে ফোনটিতে। এছাড়া তিনটি বিশেষ মোবাইল নম্বরের সঙ্গে তিনটি ভিন্ন রঙ এ রেইনবো লাইট সেট করা যাবে এই। ব্যাটারি, এসএমএস, মিসড কলের জন্য নোটিফিকেশন লাইটও হিসেবেও ব্যবহার করা যাবে এই রেইনবো লাইট। ডিভাইসটির বাম পাশে অতিরিক্ত যা যেকোনো তিনটি অ্যাপ ওপেনকরার জন্য শর্টকাট হিসেবে ব্যবহার করা যাবে। ওয়াইথ্রি ২-তে আছে ডুয়েল ফ্ল্যাশ প্রযুক্তি যা এই দামে সমসাময়িক অন্যান্য ব্র্যান্ডের স্মার্টফোনগুলোর তুলনায় অনেক বেশি উজ্জ্বল এবং মানসম্মত।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়