কানাইঘাট নিউজ ডেস্ক:
৩১ মে’র মধ্যে যেসব সিম পুননিবন্ধন হয়নি সেগুলোর বিষয়ে কী করা হবে তা নিয়ে এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে। যেখানে গত রোববার পর্যন্ত ৩ কোটি ৩০ লাখ সিম অনিবন্ধিত ছিল। আর পুনঃনিবন্ধিত হয়েছে ১০ কোটি ৯ লাখের কিছু বেশি।
মূলত গত রোববার সচিবালয়ে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের বক্তব্যই এই ধরনের বিভ্রান্তি তৈরি করেছে। মন্ত্রী বলেছিলেন, ১ জুন থেকে অনিবন্ধিত সিমগুলো দুই মাস পর্যন্ত পুনঃনিবন্ধনের সুযোগ থাকবে। প্রবাসীরা পাবেন ১৮ মাস সময়।
তবে বিটিআরসির একটি সূত্র বলছে, সাধারণ নিয়ম অনুযায়ী ১ জুন থেকে ১৮ মাস পর্যন্ত সিম পুনঃনিবন্ধন করা যাবে। তবে গ্রাহককে আগের সিমটিই নতুন করে কেনার সমপরিমাণ ফি গুণতে হবে। সেক্ষেত্রে ১৫০ থেকে ২০০ টাকা খরচ হবে।
বিটিআরসি সূত্র জানায়, চলতি মে মাসের শুরুর দিকে ৩১ মের পর অনিবন্ধিত সিমকার্ড দু’মাসের জন্য বন্ধ রাখতে প্রতিমন্ত্রী তারানা হালিম একটি সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে মন্ত্রণালয় ও বিটিআরসির কর্মকর্তাদের সঙ্গে আলাপ করেন। পরে সময়ে বিষয়টি নিয়ে মোবাইল ফোন অপারেটরদের সঙ্গেও আলাপ হয়।
খবর বিভাগঃ
তথ্য প্রযুক্তি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়