Saturday, May 28

ওসমানীনগর উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন যারা...


ওসমানীনগর প্রতিনিধি, শনিবার, ২৮ মে ২০১৬ :: সিলেটের ওসমানীনগর উপজেলার ৮টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যার পর ভোট গণনা শেষে প্রাপ্ত ফলাফলে দলীয় বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীরা ৪টি ইউনিয়নে জয়ী হয়েছেন। প্রাপ্ত ফলাফলে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত ১, আওয়ামী লীগের বিদ্রোহী ৩, বিএনপি মনোনীত ৩ ও দলটির ১ জন বিদ্রোহী প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। বেসরকারী ফলাফলে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, উমরপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত মো. গোলাম কিবরিয়া, আ.লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন পশ্চিম পৈলনপুর ইউনিয়নে মো. আব্দুল হাফিজ এ মতিন গেদাই, বুরুঙ্গা ইউনিয়নে খালেক আহমদ লটই, উছমানপুর ইউনিয়নে ময়নুল আজাদ ফারুক। বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন, সাদিপুর ইউনিয়নে আব্দুর রব, তাজপুর ইউনিয়নে ইমরান রব্বানী, দয়ামীর ইউনিয়নে এসটিএম ফখর উদ্দিন। গোয়ালাবাজার ইউনিয়নে নির্বাচিত হয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান মানিক।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়