কানাইঘাট নিউজ ডেস্ক:
জামায়াতে ইসলামী’র আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির ঘটনায় পাকিস্তানে আলোড়ন সৃষ্টি হয়েছে। সরকার থেকে শুরু করে রাজনৈতিক দলেগুলোও এ ইস্যুতে সোচ্চার হয়ে উঠেছে।
বাংলাদেশের যুদ্ধাপরাধীদের এই বিচার নিয়ে পাকিস্তান এত উদ্বিগ্ন কেন? এমন প্রশ্নের জবাবে করাচির সাংবাদিক মনির আহমেদ বিবিসি বলেন, “একসময় তারা একই সাথে জামায়াত করতো। তাদের নীতি আদর্শ একই”।
তিনি বলেন, “পাকিস্তানিরা মনে করে ১৯৭১ সালে যারা বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেছে ১৯৭৪ সালে ত্রিপক্ষীয় চুক্তিতে তাদের মাফ করে দেয়া হয়েছে”।
সাধারণ পাকিস্তানীরা এসব বিষয়ে কি ভাবছে জানতে চাইলে তিনি বলেন, সাধারণ মানুষ কম বেশি এটা বুঝে যে ১৯৭১ সালে একটা অন্যায় করা হয়েছে। এটা সবাই স্বীকার করে।
“বিশেষ করে জামায়াতের যারা তারাই শুধু চিল্লাচিল্লি করছে। অ্যাসেম্বলিতে জামায়াতের যারা তারাই কেউ কেউ বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক নিয়ে কথা বলেছে। কিন্তু পাকিস্তান সরকার কিছু বলেনি”।
তিনি বলেন, “ পাকিস্তানের সাধারণ মানুষ বলছে এখন যা হচ্ছে তা নিয়ে আমাদের মাতামাতি করা উচিত হবেনা। তারা বলছে যত বেশি চুপ থাকা যায় ততই ভালো”।
পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ককে কেমন দেখছে তারা, এমন প্রশ্নের জবাবে মনির আহমেদ বলেন দুদেশের সম্পর্ক ইদানীংকালে ভালো বলে মনে করা হচ্ছেনা। বিশেষ করে ভিসা একদমই দেয়া হচ্ছেনা। এতে বোঝা যায় পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক খুব বেশি ভালো যাচ্ছেনা।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়