Tuesday, May 17

বিশ্বনাথে এক কলা গাছে ১৬টি থোড়


বিশ্বনাথ প্রতিনিধি (সিলেট), মঙ্গলবার, ১৭ মে ২০১৬ :: সিলেটের বিশ্বনাথে ১টি কলা গাছে ছোট-বড় ১৬টি থোড় ধরেছে। উপজেলার মুফতিরগাঁও গ্রাম এলাকায় চড়চন্ডি খালের পাড়ে (আল-হাবিব কমিউনিটি সেন্টারের সামনে) এক কলা গাছে এ থোড় দেখা যায়। মুহুর্তের মধ্যেই খবরটি চারিদিকে ছড়িয়ে পড়ে। আর এক নজরে ১৬টি তোড় আসা সেই কলা গাছটি দেখার জন্য ভীড় জমাচ্ছেন উৎসুক মানুষ। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে হঠাৎ জনৈক ব্যক্তির চোখে ধরা পড়ে একাধিক থোড়সহ কলা গাছটি। এরপর এক এক করে বাড়তে থাকে দর্শনার্থীদের সংখ্যা। গাছটি দেখতে এসে বিভিন্ন রকমের মন্তব্যও করেন তাঁরা। কেউ বলছেন বিষয়টি অলৌকিক। কেউ বলছেন সমাজে পাপ বৃদ্ধি পাওয়ায়, আমাদেরকে সতর্ক করতেই সৃষ্টিকর্তা এমন নজির সৃষ্টি করেছেন। কেউ বলছেন এটি অকল্পনীয়। কেউ বলছেন গরীব মানুষসহ কঠিক রোগে আক্রান্ত ব্যক্তিরা কলা গাছের থোড় ধোয়া পানি পান করে যাতে সহজে ভাল হতে পারের সেজন্য সৃষ্টিকর্তা এমন নজির স্থাপন করেছেন। মুফতিরগাঁও গ্রামের শামীম আহমদ চিশতিয়া বলেন, সোমবার থেকে কয়েক হাজার মানুষ থোড় আসা কলা গাছটি দেখতে এসেছেন। অনেকে আবারও তোড় ধোয়া পানিও বোতলে ভর্তি করে নিয়ে গেছে। এব্যাপারে বিশ্বনাথ উপজেলা কৃষি কর্মকর্তা আলীনূর রহমান বলেন, একটি কলা গাছে একটি থোড় আসারই কথা, ১৬টি থোড় আসার বিষয়টি অকল্পনীয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়