বড়লেখা প্রতিনিধি, শুক্রবার, ০৬ মে ২০১৬ :: মৌলভীবাজারের বড়লেখার সীমান্ত এলাকা থেকে বুধবার রাতে বিজিবি সদস্যরা দুইটি ভারতীয় অবৈধ পালসার মোটরসাইকেলের খুচরা যন্ত্রাংশসহ একটি অটোরিকশা আটক করেছে।
জানা গেছে, ৫২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, বিয়ানীবাজারের আওতাধীন বড়লেখা উপজেলার বোবারথল বিওপির টহল কামান্ডার হাবিলদার সোয়াইব মিয়ার নেতৃত্বে বুধবার রাতে সীমান্তের মেইন পিলার ১৩৮৪ হতে আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ডিমাই নামক স্থানে অভিযান চালিয়ে দুইটি ভারতীয় অবৈধ পালসার মোটরসাইকেলের খুচরা যন্ত্রাংশ ও মোবাইল ফোনসেটসহ অটোরিকশা (মৌলভীবাজার থ-১১-১০৩৬) আটক করেন। এ সময় চোরাকারবারীরা টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
বৃহস্পতিবার সন্ধ্যায় বোবারথর বিজিরি’র টহল কামান্ডার হাবিলদার সোয়াইব মিয়া জানান, উদ্ধারকৃত মালামালগুলি বৃহস্পতিবার বিকেলে জুড়ী শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়