Wednesday, May 18

পালিয়ে যাচ্ছেন তমা?


কানাইঘাট নিউজ ডেস্ক: অভিনেত্রী তমা মির্জা হঠাৎ করেই পালানোর সিদ্ধান্ত নিয়েছেন। কেন পালাচ্ছেন তিনি। শহুরে এ জীবন ছেড়ে কোথায় যেতে চান। কার সঙ্গে পালানোর কথা চিন্তা করছেন তিনি। এ প্রসঙ্গে জানতে চাইলে তমা মির্জা হাসতে হাসতে বলেন, এ পালানোর খবরটা একটু ভিন্ন। আমার নতুন ছবির নাম ‘চলো পালাই’। বান্দরবানে ২রা জুন থেকে এ ছবির কাজ শুরু হচ্ছে। আমার বিপরীতে অভিনয় করছেন শিপন ও শাহরিয়াজ। এ দুজনের মধ্যে কার সঙ্গে আমি পালাবো তা দেখার জন্য দর্শকদের একটু অপেক্ষা করতে হবে। আশা করি ছবিটি সকলের পছন্দ হবে। লাইভ টেকনো-লজির প্রযোজনায় এ ছবিটি পরিচালনা করবেন দেবাশীষ বিশ্বাস। জানা যায়, এটি একটি ত্রিভুজ প্রেমের গল্প। তমা শিপনের সঙ্গে রাস্তায় পালিয়ে যাওয়ার সময় ঘটনাক্রমে শাহরিয়াজের সঙ্গে দেখা হয়ে যায়। এরপর রাস্তায় পালিয়ে যাওয়া নিয়ে ঘটতে থাকে নানা ঘটনা। পরিচালক জানিয়েছেন, ১৫ দিন বান্দরবানে টানা শুটিং শেষে ঢাকায় ফিরবে শুটিং ইউনিট। কিছুদিন বিরতির পর আবারও কাজ শুরু করবেন এ ছবির। ছবিতে আরও একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন সাদেক বাচ্চু। উল্লেখ্য, তমা মির্জা অভিনীত ‘নদীজন’ ছবিটি সবশেষ গত বছর মুক্তি পায়। শাহনেওয়াজ কাকলী পরিচালিত এ ছবিতে তিনি নিরবের বিপরীতে অভিনয় করেন। এদিকে, মারিয়া তুষার পরিচালিত ‘গ্রাস’ নামে একটি ছবির কাজ শেষ করেছেন তিনি। ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়