নিজস্ব প্রতিবেদক:
সিলেট ডায়াবেটিকস হাসপাতালে ভর্তি কানাইঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি ও সংবাদপত্র এজেন্ট বাবুল আহমদ ডায়াবেটিকস রোগজনিত কারণে তাঁর ডান পায়ে অস্ত্রোপ্রচার করা হয়েছে।
চিকিৎসাধীন বাবুল আহমদকে ডায়াবেটিকস হাসপাতালে গিয়ে তাঁর সার্বিক চিকিৎসার খোঁজখবর নেন কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম.এ হান্নান, কানাইঘাট বাণীগ্রাম ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মাসুদ আহমদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল, সিলেট বারের অ্যাডভোকেট মামুন রশীদ, সাবেক ছাত্রনেতা তারেক হাসান চৌধুরীসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে, কানাইঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি অসুস্থ বাবুল আহমদের আশু সুস্বাস্থ্য কামনা করে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের উদ্যোগে এক দোয়া মাহফিল গত শুক্রবার বাদ আসর কানাইঘাট প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, দপ্তর ও পাঠাগার সম্পাদক নিজাম উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জামাল উদ্দিন, সদস্য মাহবুবুর রশিদ, আব্দুন নূর, সাংবাদিক আমিনুল ইসলাম, শাহীন আহমদ, সুজন চন্দ অনুপ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়