Tuesday, May 10

ওয়ানডেতে ধোনিকে অধিনায়ক চান না সৌরভ


কানাইঘাট নিউজ ডেস্ক: ভারতীয় ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে ধোনিকে দেখতে চান না সৌরভ গাঙ্গুলি। বলেছেন, ২০১৯ বিশ্বকাপে ধোনিকে অধিনায়ক হিসেবে দেখলে তিনি অবাক হবেন। গাঙ্গুলি আরও বলেছেন, সময় হয়েছে অধিনায়কত্বের ভারটা এখন কোহলির কাঁধে দেওয়ার। কোহলি বর্তমানে টেস্ট অধিনায়ক। ধোনির অধিনায়কত্ব নিয়ে গাঙ্গুলি বলেছেন, ‘ধোনি যেভাবে অধিনায়কত্বের ভারটা সামলায় সেটা সত্যিই দুর্দান্ত। তবে প্রশ্ন রয়েছে এই জায়গাতে যে আগামী চার বছরে ভারতকে বিশ্বকাপে নিয়ে যাওয়ার সামর্থ্য ধোনির আছে কিনা।’ গাঙ্গুলি আরও যোগ করেন, ‘আমি বলছি না ধোনির ক্রিকেট ছেড়ে দেওয়া উচিত। আমার মনে হচ্ছে, ওর সংক্ষিপ্ত ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়া উচিত। কারণ এই ফরম্যাটে তাকে ভারতের প্রয়োজন।’

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়