বিনোদন ডেস্ক, কানাইঘাট নিউজ:
নিজের স্বপ্ন পূরণ করতে ফ্ল্যাট কিনলেন রণবীর কাপুর। নতুন ফ্লাটটি ২৪৬০ স্কোয়ার ফুটের। প্রতি স্কোয়ার ফুটে খরচ হয়েছে ১.৪২ লক্ষ রুপি। সেই হিসেবে রণবীরের ফ্লাটের খরচ পড়েছে ৩৫ কোটি রুপি।
মুম্বাইয়ের সবথেকে বিলাসবহুল এলাকায় বাস্তু পালি হিল অ্যাপার্টমেন্টের আটতলায় ফ্ল্যাটটি। কাপুরদের কৃষ্ণা রাজ বাংলোর খুব কাছেই রয়েছে এটি। এই অঞ্চলের ভ্যালু এমনিতেই খুবই বেশি।
এই প্রসঙ্গে প্রপার্টি মার্কেটের পক্ষ থেকে জানা গিয়েছে যে, রণবীর কাপুর ফ্ল্যাটটি পুরো চেকে পেমেন্ট করে কিনেছেন। শুধু তিনিই নন, চলচ্চিত্র জগতের প্রত্যেকেই প্রপার্টি কেনার সময় চেকে পেমেন্ট করেন।
রণবীর কাপুরের আগে এরকম বহু মূল্য বিলাসবহুল ফ্ল্যাট অক্ষয় কুমার এবং অভিষেক বচ্চনও কিনেছেন। কিন্তু এবার তাঁদের সবাইকে ছাপিয়ে গেলেন তিনি।
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়