Thursday, May 26

কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন


নিজস্ব প্রতিবেদক: সিলেটের সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান আকস্মিকভাবে গত বুধবার নানা সমস্যায় জর্জরিত কানাইঘাট উপজেলা ৩১ শয্যা হাসপাতালটি পরিদর্শন করেছেন। হাসপাতালের কোন কর্মকর্তাকে না জানিয়ে গত বুধবার সকাল সাড়ে ১১টার দিকে সিভিল সার্জন হাবিবুর রহমান হাসপাতালে উপস্থিত হলে কর্তব্যরত চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীদের মধ্যে তোড়জোর শুরু হয়। এ সময় সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান ও জেলা ডেপুটি সিভিল সার্জন ডাঃ সিরাজুল হক ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালটির ইনডোর-আউটডোর ঘুরে দেখেন। তিনি হাসপাতালে ভর্তি পুরুষ ও নারী ওয়ার্ডের রোগীদের সাথে কথা বলেন এবং তাদের সঠিক ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে কি না তাও জানতে চান। প্রায় চার ঘন্টা হাসপাতালে অবস্থান করে পরে তিনি কর্তব্যরত স্টাফ এবং কানাইঘাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন আল মিজান সহ সুধী জনদের উপস্থিতিতে এক মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় সভায় পৌর মেয়র নিজাম উদ্দিন সহ সুধীজন হাসপাতালের নানা বিরাজমান সমস্যার কথা তুলে ধরে বলেন, চিকিৎসক, নার্স সহ কর্মচারীর সংখ্যা কম থাকায় হাসপাতালে আগতরা সঠিক চিকিৎসা সেবা পাচ্ছেন না। বিশেষ করে হাসপাতালের কাঁটা ছেঁড়া ও প্রসূতি মায়েদের চিকিৎসার জন্য নিয়ে আসা হলে তাদেরকে হাসপাতালে নামমাত্র চিকিৎসা দিয়ে সিলেট ওমেক হাসপাতালে প্রেরণ করা হয়। এতে করে অনেকে অর্থের অভাবে সিলেটে যেতে পারেননা। এক বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত থেকে প্রসূতি কনসালটেন্ট ডাঃ সাফিয়া আরফিন অনুপস্থিত থাকায় প্রসূতি মায়েরা গাইনী বিভাগে কোন ধরনের চিকিৎসা সেবা পাচ্ছেন না বলে তারা জানান। হাসপাতালের একমাত্র এ্যাম্বুলেন্সটিও সবসময় নষ্ট থাকে। চিকিৎসক ও নার্সের সংখ্যা একেবারে অপতুল্য। সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান সুধীজনকে আশ^স্থ দিয়ে বলেন, আমি হাসপাতালে সঠিক চিকিৎসা হচ্ছে কি না তা কাউকে না জানিয়ে পরিদর্শন করে সবকিছু দেখেছি। উপজেলার মানুষ যাতে করে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে সঠিক চিকিৎসা সেবা পায় এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ মাসুকুর রহমান জেলা সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমানকে হাসপাতালের তথ্যাদি তুলে ধরে বলেন, এখানে চিকিৎসক ও নার্সের সংখ্যা কম। ৯ জন নার্সের স্থলে বর্তমানে ৩ জন কর্মরত রয়েছেন, তারাও অসুস্থ। হাসপাতালের পরিচ্ছন্ন কর্মী মাত্র তিন জন কর্মররত রয়েছেন, তার মধ্যে একজনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। এছাড়া তিনি চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীর পদগুলো পূরণের জন্য জেলা সির্ভিল সার্জনের হস্তক্ষেপ কামনা করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়