Monday, May 16

অল্পের জন্য এমপিসহ ৭২ যাত্রীর জীবন রক্ষা


ঢাকা: ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া নভোএয়ারের একটি ফ্লাইটের ৭২ জন যাত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। এদের মধ্যে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এমপি আয়েন উদ্দিনও ছিলেন। সোমবার দুপুর ১২টার দিকে যান্ত্রিক গোলযোগের কারণে বিমানটি রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করতে না পেরে পুনরায় ঢাকায় ফিরে আসে। তবে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটলেও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের ব্যবস্থাপক সেতাফুর রহমান জানান, নভোএয়ারের ওই ফ্লাইটটি দুপুর ১২টার দিকে রাজশাহীর শাহমুখদুম বিমান বন্দরে অবতরণের কথা ছিল। কিন্তু যান্ত্রিক ক্রটির কারণে সেটি নির্দিষ্ট বিমানবন্দরে অবতরণ করতে না পেরে পুনরায় শাহজালাল বিমানবন্দরে গিয়ে অবতরণ করে। পরে ওই বিমানের যাত্রীদের অপর একটি বিমানযোগে পুনরায় রাজশাহীতে নিয়ে আসা হয়েছে বলে তিনি জানান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়