Wednesday, May 11

চীনের রাষ্ট্রীয় সফরকারীদের ‘ভীষণ রূঢ়’ বললেন রানি

চীনের রাষ্ট্রীয় সফরকারীদের ‘ভীষণ রূঢ়’ বললেন রানি
কানাইঘাট নিউজ ডেস্ক: চীনের রাষ্ট্রীয় সফরকারীদের ‘ভীষণ রূঢ়’ বলে উল্লেখ করেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। এ নিয়ে চীনের সঙ্গে যুক্তরাজ্যের কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি হয়েছে। মঙ্গলবার রানির বাসভবন বাকিংহাম প্যালেসে গার্ডেন পার্টিতে কথোপকথনের সময় চীনা সফরকারীদের ‘রূঢ়’ বলতে শোনা যায় রানিকে।

কথোপকথনের ভিডিও বুধবার যুক্তরাজ্যের গণমাধ্যমগুলোয় প্রকাশিত হয়।

গত বছর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সস্ত্রীক যুক্তরাজ্য সফরে আসেন। তার সফরসঙ্গী হয়ে আসেন রাষ্ট্রীয় উচ্চপদস্থ কর্মকর্তারা।

চীনের সর্বোচ্চ নেতা ও তার স্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত ছিলেন পুলিশ কমান্ডার লুসি ডি’ওরসি। মঙ্গলবার গার্ডেন পার্টিতে রানির সঙ্গে এই নারী পুলিশ কর্মকর্তার পরিচয় করিয়ে দেওয়া হয়। পরিচয়ের সময় রানি বলেন, ‘সত্যি, দুর্ভাগ্য।’ অর্থাৎ চীনা প্রেসিডেন্ট শি ও তার স্ত্রীর নিরাপত্তার দায়িত্ব পালনের বিষয়টিকে ‘দুর্ভাগ্য’ হিসেবে উল্লেখ করেন রানি।

গোলাপি পোশাক, হ্যাট ও সাদা হাতমোজা পরিহিত রানিকে পুলিশ কর্মকর্তা ডি’ওরসির সঙ্গে কথা বলতে দেখা যায়। রানিকে ডি’অরসি বলেন,‘ আপনি জানেন কি না, আমি নিশ্চিত নই; তবে ওই সময়টুকু আমার জন্য পরক্ষী ছিল।’ উত্তরে রানি বলেন, ‘আমি জানতাম।’

এ সময় ডি’অরসি চীনা প্রতিনিধিদল সম্পর্কে রানিকে বলেন, ‘তারা ল্যান্সেসটার হাউসের বৈঠক বয়কট করে বেরিয়ে গিয়েছিলেন এবং আমাকে বলেছিলেন, সফর শেষ।’

রানি বলেন, ‘চীনা প্রতিনিধিদল রাষ্ট্রদূতের প্রতি ভীষণ রূঢ় ছিল।’ ডি’অরসিও রানির সঙ্গে একমত পোষণ করে বলেন, ‘চীনা সফরকারীরা রূঢ় ও কূটনৈতিক শিষ্টাচার পরিপন্থি ছিলেন।’ উল্লেখ্য, রাষ্ট্রদূত বলতে চীনে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের কথা বলা হয়েছে।

গত বছর অক্টোবর মাসে শি জিনপিংয়ের যুক্তরাজ্য সফরের সময় দুই দেশই সফরের সফলতা নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করে। সফর ফলপ্রসূ হওয়ায় উভয় দেশ সন্তোষ প্রকাশ করে। কিন্তু হঠাৎ রানির এমন মন্তব্যে কিছুটা বিব্রত হয়েছে চীন।

এদিকে রানির বক্তব্যের ভিডিও বিবিসি ওয়ার্ল্ড নিউজ সার্ভিসে প্রকাশ করা হলে চীনে তা আটকে দেওয়া হয়। খবরটি নিউজ সার্ভিস থেকে শূন্য করে দেওয়া হয়। উল্লেখ্য, চীনে যেকোনো গণমাধ্যমের ওপর কঠোর নিয়ন্ত্রণ আছে দেশটির কর্তৃপক্ষের।

অন্যদিকে চীনের পক্ষ থেকে বলা হয়েছে, কে, কখন সফর শেষ হওয়ার ঘোষণা দিয়েছে, তা প্রকাশ করা হোক। তবেই প্রকৃত সত্য জানা যাবে। তা ছাড়া তারা আরো দাবি করেন, সফরের সময় শি জিনপিংয়ের সম্মানে রানি ভোজসভার আয়োজন করেন, যেখানে তিনি অংশ নেন। ফলে এ সফরের সফতা নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না।

রানি দ্বিতীয় এলিজাবেথ রাজনৈতিক ও কূটনৈতিক ইস্যুতে সাধারণত খোলামেলা কথা বলেন না। কিন্তু হঠাৎ করে চীন নিয়ে তার এ মন্তব্য দুই দেশের কূটনৈতিক সম্পর্কে ফাঁটল সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়