কানাইঘাট নিউজ ডেস্ক:
অনেকটা হুট করেই বিয়ে করেছেন এ সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর উত্তরাতে মাহির নিজের বাসায় বিয়ে সম্পন্ন হয়। সিলেটের কদমতলীর ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করেছেন তিনি। গত চার বছর যাবৎ তাদের মধ্যে পরিচয় থাকলেও উভয় পরিবারের সম্মতিতেই মাহি এবং অপুর বিয়ে সম্পন্ন হয়েছে। গত ১২ মে খুব গোপনে মাহি ও অপুর বাগদান সম্পন্ন হয়।
নিজের বিয়ে প্রসঙ্গে মাহিয়া মাহি বলেন, 'আল্লাহর অশেষ রহমতে খুব ভালো মনের একজন মানুষকে স্বামী হিসেবে পেয়েছি। অপু গ্রামের সহজ সরল সাধারণ একজন মানুষ। এমন একজন মানুষই আমার জীবনে আমার পাশে চেয়েছিলাম। আল্লাহ আমার সেই ইচ্ছে পূরণ করেছেন।'
তিনি বলেন, 'আমি চলচ্চিত্রকে ভালোবাসি, পাশাপাশি সংসার জীবনটাও নিজের মতো উপভোগ করতে চাই। তাই সবার কাছে দোয়া চাই যেন আমরা সুখে থাকতে পারি, ভালো থাকি।'
বিয়ের পর চলচ্চিত্রে অভিনয় করা ছেড়ে দিবেন কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, 'চলচ্চিত্র আমার ভালোবাসা, ভালোলাগার জায়গা। বছরে দু-একটি চলচ্চিত্রে কাজ করবো। এর বেশি না। কারণ আমি আমার বর্তমান জীবনটাকে এখন প্রাধান্য দিতে চাচ্ছি।'
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়