Thursday, May 5

হবিগঞ্জে রোলারের ধাক্কায় দুইজন নিহত


সিলেট, বৃহস্পতিবার, ০৫ মে ২০১৬ :: হবিগঞ্জের বাহুবল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রাজ সুরত নামক স্থানে সড়ক সংস্কারের কাজ করা রোলারের সাথে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা দুজনেই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে এ্যারিস্টো ফার্মার রিপ্রেজেন্টেটিভ মমিন মিয়া (৩৫) ও হামদর্দের রিপ্রেজেন্টেটিভ মোশারফ হোসেন মোটরসাইকেলে করে বাহুবল আসছিলেন। রাজসুরত নামক স্থানে সড়কের সংস্কার কাজে নিয়োজিত একটি রোলারের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলটি ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই একজন এবং বাহুবল হাসপাতালে নিয়ে আসার পথে অপরজন মারা যান। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি জাকির হোসেন জানান, রাস্তার সংস্কার কাজ চলার সময় রোলারের সাতে মোটরসাইকেলের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করেছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়