Friday, May 27

মাশরাফিদের জন্য হিথ স্ট্রিকের বার্তা

মাশরাফিদের জন্য হিথ স্ট্রিকের বার্তা

কানাইঘাট নিউজ ডেস্ক: বাংলাদেশের বোলিং কোচ হিসেবে চুক্তির মেয়াদ বাড়াচ্ছেন না হিথ স্ট্রিক। বৃহস্পতিবার বিসিবিকে ইমেইলে একথা জানিয়েছেন জিম্বাবুয়ের সাবেক এই অধিনায়ক। যদিও ভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে খবরটি আগেই পেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তারপরও পুরোপুরি নিশ্চিত হওয়ার অপেক্ষায় ছিল বিসিবি।

২০১৪ সালে বিসিবির সঙ্গে দুই বছরের চুক্তিতে বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্ব নেন স্ট্রিক।

আগামী ৩০মে শেষ হবে সে চুক্তি। কিন্তু আইপিএলে গুজরাট লায়ন্সের বোলিং কোচ হিসেবে কাজ করতে গিয়ে তার আগেই ভারতের জাতীয় ক্রিকেট একাডেমির কোচ হওয়ার আগ্রহ দেখান স্ট্রিক। জমা দেন আবেদনপত্রও।

সংবাদমাধ্যমে খবরটি জানার পর বিসিবি একটু অবাক হলেও স্ট্রিককে রাখার ব্যাপারে খুব একটা আগ্রহ দেখায়নি। বরং সম্ভাব্য নতুন পেস বোলিং কোচদের একটি তালিকা করে ফেলেছে বিসিবি। যেখানে আছে চামিন্ডা ভাস, আকিব জাভেদ এবং এর আগেও বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্ব পালন করা চম্পকা রমানায়েকের নাম।

তবে মাশরাফি-তাসকিনদের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেও ভুলেননি তাদের ধন্যবাদ জানাতে। সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটস অ্যাপে মেসেজ দেন স্ট্রিক। মেসেজটি সকল খেলোয়াড়কে পৌঁছে দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি লেখেন, সবাইকে অনেক মিস করবেন তিনি। বিদায় জানানোর পাশাপাশি জিম্বাবুয়েতে তার ফার্ম হাউজে সবাইকে দাওয়াতও দেন।

হোয়াটস অ্যাপের মেসেজে তিনি লেখেন, 'আমি তোমাদের জানাতে চাই, আমি আর বোলিং কোচ হিসেবে তোমাদের দায়িত্বে থাকছি না'। গেল দুই বছরে তোমাদের সকল সহযোগিতা এবং বন্ধুত্বর জন্য ধন্যবাদ জানাতে চাই। আমি সত্যি খুব গর্বিত তোমাদের অর্জনে এবং বিশ্বমঞ্চে তোমাদের উন্নতিতে সঙ্গে থাকতে পেরে। দুঃখপ্রকাশ করছি ফেয়ারওয়েল ডিনার করার সুযোগ না পাওয়ার জন্য।

কিন্তু ভবিষ্যতে যখন ঢাকা আসবো তখন অবশ্যই হবে। এই মুহূর্তে আমার পরিবারের খুব প্রয়োজন আমাকে। তোমাদের সকলকে ধন্যবাদ। সবাইকে অনেক মিস করবো। মনে করিয়ে দেই, যখন তোমরা জিম্বাবুয়ে সফরে যাবে তখন সবার নিমন্ত্রণ আমার ফার্ম হাউজে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়