Thursday, May 5

সিরিয়ায় জোড়া বোমা হামলায় নিহত ১০


কানাইঘাট নিউজ ডেস্ক: সিরিয়ার হোমস প্রদেশে আত্মঘাতী জোড়া বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার মুখাররাম আল-ফাওকানির একটি প্রাঙ্গণে ওই হামলায় নিহতরা সকলে বেসামরিক নাগরিক। এ ঘটনায় আহত হয়েছেন ৪০ জন। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার দেশটির হোমস প্রদেশের মুখাররাম আল-ফাওকানির একটি প্রাঙ্গণে আত্মঘাতী এই জোড়া বোমা হামলার ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়, মুখাররাম আল-ফাওকানি এলাকাটি প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নিয়ন্ত্রণে। এটি হোমস শহর ও পালমিরার মাঝামাঝি অবস্থিত। পালমিরা জিহাদিরা দখল করেছিল। তবে গত মাসে জিহাদিদের কাছ থেকে তা পুনরুদ্ধার করে সিরিয়ার সেনাবাহিনী।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়