কানাইঘাট নিউজ ডেস্ক:
উচ্চতর ডিগ্রি নাকি দক্ষতা অর্জন করা দরকার? এই বিষয় নিয়ে অনেকের হয়তো দ্বিমত থাকতে পারে। কেউ হয়তো বলবেন সবারই স্নাতক বা স্নাতকোত্তর সনদ থাকা উচিত। আবার কেউ বলবেন সনদের চেয়ে কোনো একটি বিষয়ে দক্ষ হওয়া বেশি গুরুত্বপূর্ণ। চলুন এই এই বিষয়ে একজন বিশেষজ্ঞের মতামত জানা যাক।
ভারতের নয়া দিল্লির ক্যারিয়ার কাউন্সেলর ঊষা আলবুকারিক বলেন, আমাদের দেশে জ্ঞান বা দক্ষতার চেয়ে সর্বাধিক গুরুত্ব দেয়া হয় সার্টিফিকেটি বা ডিগ্রিকে। কোনো শিক্ষার্থী উচ্চ শিক্ষা অর্জনে চেষ্টা করলে সনদ অর্জন একটি স্বাভাবিক প্রক্রিয়া। বর্তমানে প্রচুর পেশা এবং কাজের ক্ষেত্র তৈরি হয়েছে যেখানে উন্নত জ্ঞান এবং দক্ষ লোক চায়।
সব শিক্ষার্থী হয়তো উচ্চতর শিক্ষা গ্রহণে আগ্রহী নাও হতে পারে। তার পরিবর্তে তারা তাদের দক্ষতা বৃদ্ধি পছন্দ করতে পারে। তাদের জন্য ডিগ্রি কোর্সের কঠিন পাঠ্যসূচির দরকার নেই। অর্থাৎ, প্রত্যক দক্ষ ব্যক্তির সনদ বা ডিগ্রি নাও থাকতে পারে। একইভাবে, অনেক স্নাতকধারী আছে যাদের তাত্ত্বিক জ্ঞান আছে কিন্তু ব্যবহারিক অভিজ্ঞতা নেই। বেশ কিছু চাকরি এবং পেশাতে বিভিন্ন ধরনের দক্ষতা দরকার হয়। যেমন, কম্পিউটার এবং আইটি খাত।
তাই ডিগ্রি আছে কি নেই তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার চেয়ে শিক্ষার্থীদের এমন বিষয় নিয়ে পড়াশোনা করা উচিত যা তাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে সাহায্য করবে।
সরকার দক্ষতার প্রতি শিক্ষার্থীদের মনোভাব গড়ে তোলার চেষ্টা করছে যাতে কর্মসংস্থান পেতে সুবিধা হয়। তাই নিয়োগকারীদের প্রত্যাশা এবং দক্ষ প্রশিক্ষণ কেন্দ্রগুলোর মধ্যে বৃহত্তর মিথষ্ক্রিয়া থাকা উচিত। যাতে শিক্ষার্থীরা ভালো বেতন পায় এবং অন্যান্য তরুণদের তা আকর্ষণ করতে পারে। প্রায়ই নিয়োগকর্তারা একজন চাকরিপ্রার্থীর দক্ষতার চেয়ে সার্টিফিকেটকে গুরুত্ব দেন বেশি। এই কারণে, শিক্ষার্থীরা নিজেদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলার পরিবর্তে ডিগ্রি অর্জনের দিকে বেশি মনোযোগ দেন। তাহলে এর সমাধান কী? এই বিষয়টি বিশ্লেষণ করতে হবে, একজন শিক্ষার্থী কি সনদের জন্য তৈরি নাকি দক্ষতাভিত্তিক প্রোগামের জন্য। শিক্ষার্থীদের আগ্রহ এবং যোগ্যতা বিচার-বিশ্লেষণ করে এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া উচিত।
শিক্ষার্থীদের ক্যারিয়ারের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পূর্বে ডিগ্রি অর্জনের গুরুত্ব এবং তা ভবিষ্যৎ জীবনে কী প্রভাব ফেলতে পারে তা জানাটা খুব গুরুত্বপূর্ণ। ডিগ্রি প্রোগ্রাম একজন শিক্ষার্থীকে সাধারণ করে ফেলে। কলেজ পর্যায় থেকেই একজন শিক্ষার্থীকে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক জ্ঞান অর্জনে দক্ষ করে গড়ে তোলা উচিত।
খবর বিভাগঃ
ফিচার
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়