কানাইঘাট নিউজ ডেস্ক:
বায়োমেট্রিক (আঙ্গুলের ছাপ) পদ্ধতিতে সিম নিবন্ধনে সময় আর বাড়ছে না। ৩১ মের মধ্যে সিম পুনঃনিবন্ধন না করলে ১ জুন থেকে তা ২ মাসের জন্য বন্ধ হয়ে যাবে।
সচিবালয়ে রবিবার বায়োমেট্রিক পদ্ধতিতে সিম-রিম রেজিস্ট্রেশন কার্যক্রমের সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ সব তথ্য জানান।
বায়োমেট্রিক পদ্ধতিতে শনিবার পর্যন্ত ১০ কোটি ৯ লাখ সিম রেজিস্ট্রেশন হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘৩১ মে নিবন্ধনের শেষ দিনে সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত আমার সিনিয়র সিটিজেনদের (ষাটোর্ধ্ব নাগরিকরা) অগ্রাধিকার দেব। এছাড়া নিবন্ধন সংক্রান্ত কোন সমস্যার জন্য নাগরিকরা ১৬১০৩ নম্বরে ফোন করে জেনে নিতে পারবেন সমস্যা সমাধানে তাদের কোথায় যেতে হবে।’
তারানা হালিম বলেন, ‘একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে আগামী জুন মাসের শেষে বা জুলাই মাসের শুরুতে তা গ্রাহককে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।’
খবর বিভাগঃ
তথ্য প্রযুক্তি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়