Thursday, May 5

কানাইঘাটে ভারতীয় নাগরিককে মানবিক কারণে ছেড়ে দিল বিজিবি


সিলেট, বৃহস্পতিবার, ০৫ মে ২০১৬ :: কানাইঘাট উপজেলার কালিনগর মেইন পিলার ১৩১৫/২-এস এর কাছ থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের ভেতরে এক ভারতীয় নাগরিককে আটক করেও ছেড়ে দিয়েছে বিজিবি। মানবিক কারণে ভারতীয় খাসিদা ওই নাগরিককে ছেড়ে দেয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে তাকে আটক করা হয়েছিল। ভারতীয় ওই নাগরিক হচ্ছেন পলং (৪০)। তিনি ভারতের মেঘালয় রাজ্যের শিলং জেলার উমকিয়াং থানার গামারিপুঞ্জি গ্রামের বাসিন্দা। এক সংবাদ বিজ্ঞপ্তিকে বিজিবি জানায়, ভারতীয় নাগরিক পলং অনন্যোপায় হয়ে চিকিৎসা নিতে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আসেন। মানবিক দিক বিবেচনা করে তাকে বিএসএফ’র সাথে পতাকা বৈঠকের মাধ্যমে বিকাল সাড়ে ৫টার দিকে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়