কানাইঘাট নিউজ ডেস্ক:
দক্ষিণ সুরমার বরইকান্দি ৯নং রোডের বাহার মিয়ার কলোনি থেকে বিউটি (৯) নামে এক মাদ্রাসা ছাত্রী নিখোঁজ হয়েছে।
সে এই কলোনির বাসিন্দা নওগাঁ জেলার বদলগাছী থানার মিটাপুর আরজি পাঁচ ঘরিয়া গ্রামের আব্দুস ছত্তারের পুত্র হোসাইন আহমদের কন্যা।
গত ২৫ এপ্রিল সকাল ১০টায় ৯নং রোডের মাদ্রাসায় যাবার জন্য বের হয়ে আর সে ঘরে ফিরে আসেনি। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখোঁজির পর গত ২৬ এপ্রিল দক্ষিণসুরমা থানায় তার পিতা হোসাইন আহমদ একটি সাধারণ ডায়েরি করেছেন। ডায়েরি নং-১৩৯০।
বিউটির গায়ের রং ফর্সা, মুখমন্ডল গোলাকার, পরনে ছিল হলুদ রংয়ের জামা। সে নওগার আঞ্চলিক ভাষায় কথা বলে।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়