কুলাউড়া প্রতিনিধি, বুধবার, ১১ মে ২০১৬ :: কুলাউড়ায় এক চা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
বুধবার সকালে কুলাউড়া উপজেলার হিংগাজিয়া চা বাগানের শ্রমিক পরশ দাসের ছেলে সুমন দাসের (১৮) মৃতদেহ গলায় ফাঁস লাগিয়ে বসতঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার স্বজনরা। বিষয়টি কুলাউড়া থানাকে জানানো হলে কুলাউড়া থানার এসআই জহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ গিয়ে সুমনের লাশ উদ্ধার করে।
এব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. শামসুদ্দোহা পিপিএম জানান, নিহতের পিতা লাশের ময়নাতদন্ত করতে চাচ্ছেন না। যদি জেলা প্রশাসকের অনুমতি মেলে তবে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। কি কারণে সুমনের মৃত্যু হয়েছে সে ব্যাপারেও কিছু বলতে পারেননি শামসুদ্দোহা।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়