Thursday, May 5

প্রশাসনে রদবল


ঢাকা: বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা কমডোর মো, কুতুব উদ্দিন বখতিয়ারকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হযেছে। অপর দিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা পদে প্রেষণে থাকা নৌবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন রকিব উদ্দিন ভুইয়াকে প্রত্যাহার করা হয়েছে। ঝালকাটি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ড. মো. মিজানুর রহমানকে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপপরিচালক করা হয়েছে। জাতীয় দক্ষতা উন্নয়ন কাউন্সিল সচিবালয়ের উপপরিচালক এস এম রেজাউল করিমকে বাংলাদেশ জলবায়ু পরির্বতন ট্রাস্টের উপপরিচালক পদে বদলি করা হযেছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিযর সহকারী সচিব জাজরিন নাহারকে নৌ পরিবহন মন্ত্রণালয়ে একই পদে বদলি করা হয়েছে। সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট ডা: শারমিন নাজকে ঢাকা পিলখানা বর্ডার গার্ড হাসপাতালে জুনিয়র কনসালট্যান্ট(গাইনী) পদে বদলি করা হয়। এছাড়া সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব মুহা: মাছুম বিল্লাহকে উপজেলা নির্বাহী অফিসার পদে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারে কার্যালয়ে ন্যস্ত করা হয়। নারায়গঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব বেগম তাসনিম জেবিন বিনতে শেখকে উপজেলা নির্বাহী অফিসার পদে ঢাকা বিভাগীয় কমিশনারে কার্যালয়ে ন্যস্ত করা হয়। বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব বেগম জেবুন নাহারকে উপজেলা নির্বাহী অফিসার পদে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়