Wednesday, May 11

কানাইঘাটে পাশের হার বাড়লেও কমেছে জিপিএ-৫ ·


নিজস্ব প্রতিবেদক: এবারের সিলেট শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় কানাইঘাট উপজেলায় পাশের হার বাড়লেও কমেছে জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা। উপজেলার ২২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ১৭৯১জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ১৫২৫ জন। সবমিলিয়ে এ উপজেলায় পাশের হার ৮৫%, গতবার এ হার ছিল ৮২%। অন্যদিকে পুরো উপজেলায় মাত্র ১০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন, গতবারের তুলনায় এ সংখ্যা কম। তবে সার্বিক ফলাফলে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা সন্তুষ্ট নয় বলে জানা গেছে। ঐতিহ্যবাহী কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয়ের ফলাফলে বিপর্যয় ঘটেছে। এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৩১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে জিপিএ-৫ ৫জন সহ ১১৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এছাড়া ছোটদেশ উচ্চ বিদ্যালয় থেকে ৩ জন, দুর্গাপুর উচ্চ বিদ্যালয় থেকে ১ জন ও সুরমা উচ্চ বিদ্যালয় থেকে ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এছাড়া বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে উপজেলার ১২টি মাদ্রাসা থেকে ৫৪২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ৪৯৩ জন উত্তীর্ণ হয়েছেন। মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে মাত্র ২ জন শিক্ষার্থী জিপিএ- ৫ পেয়েছে। মাধ্যমিক বিদ্যালয়ের কোন স্কুলই শতভাগ ফলাফল অর্জন করতে পারেনি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়