সিলেট, শুক্রবার, ২৭ মে ২০১৬ :: সিলেটে বেড়াতে এসে ছিনতাইয়ের শিকার হয়েছেন জিটিভি'র ঢাকা অফিসের স্টাফ রিপোর্টার রুহুল আমিন তুহিন ও তার স্ত্রী। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় তারা ছিনতাইয়ের শিকার হন।
রুহুল আমিন তুহিন জানান, বেড়ানোর জন্য স্ত্রীকে নিয়ে তিনি সিলেট এসেছেন। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় সিএনজি অটোরিকশায় বসে থাকা অবস্থায় এক ছিনতাইকারী টান দিয়ে তার স্ত্রীর হাত ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
তিনি আরো জানান, ওই ব্যাগে একটি আইফোন, দশ হাজার টাকা এবং ব্যাংকের ক্রেডিট কার্ড ছিল।
নগরীর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ সুহেল আহমদ জানান, ছিনতাইকারীকে ধরতে পুলিশ তৎপরতা শুরু করেছে।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়