কানাইঘাট নিউজ ডেস্ক:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ৬ ইউনিয়নে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদে এসব ইউনিয়নের মধ্যে ৩টিতে স্বতন্ত্র, ২টিতে আওয়ামী লীগ ও ১টিতে বিএনপি প্রার্থী বিজয়ী হয়েছেন।
বিভিন্ন কেন্দ্রে প্রার্থীদের নির্বাচনী এজেন্টদের মাধ্যমে প্রাপ্ত তথ্য অনুযায়ী বিজয়ী হলেন- হাজীপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল বাছিত বাচ্চু, শরীফপুর ইউনিয়নে বিএনপির প্রার্থী জুনাব আলী, কর্মধা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী এম.এ রহমান আতিক, পৃথিমপাশা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নবাব আলী বাকর খান হাসনাইন, ভাটেরা ইউনিয়নে আওয়ামী লীগের সৈয়দ এ.কে.এম নজরুল ইসলাম ও টিলাগাঁও ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মালিক।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়