কানাইঘাট নিউজ ডেস্ক: মাদারীপুর সদর উপজেলায় সেতুর রেলিং ভেঙে একটি বাস খালে পড়ে অন্ততপক্ষে ৭ জন
নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২৫ জন। শুক্রবার বেলা সোয়া ৩টার দিকে
সমাদ্দার ব্রিজে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাদারীপুর সদর থানার ওসি
জিয়াউল মোরশেদ।
জিয়াউল মোরশেদ আরও জানান, ঢাকা থেকে বরিশালগামী সুগন্ধা পরিবহনের একটি বাস সমাদ্দার ব্রিজের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। বাসটির অর্ধেক ডুবে গেছে।
'তাৎক্ষণিকভাবে ৭ জন নিহতের খবর নিশ্চিত হওয়া গেছে। এদিকে আহতদের মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
মাদারীপুর জেলার সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার এলাকায় শুক্রবার বিকেল ৩টার দিকে ঢাকা-বরিশাল রুটের সুগন্ধা পরিবহনের বাসটি রেলিং ভেঙে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা শুরু করেছে।
জিয়াউল মোরশেদ আরও জানান, ঢাকা থেকে বরিশালগামী সুগন্ধা পরিবহনের একটি বাস সমাদ্দার ব্রিজের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। বাসটির অর্ধেক ডুবে গেছে।
'তাৎক্ষণিকভাবে ৭ জন নিহতের খবর নিশ্চিত হওয়া গেছে। এদিকে আহতদের মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
মাদারীপুর জেলার সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার এলাকায় শুক্রবার বিকেল ৩টার দিকে ঢাকা-বরিশাল রুটের সুগন্ধা পরিবহনের বাসটি রেলিং ভেঙে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা শুরু করেছে।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়