Monday, May 16

ছাত্রলীগ নেতা হিরণ মাহমুদ নিপু গ্রেফতার


সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপুকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাত পৌঁণে ১১টায় শহরতলীর বালুচর এলাকায় তাকে গ্রেফতার করে শাহপরাণ থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ থানার একটি টিম নিপুকে গ্রেফতার করতে রাত সাড়ে ১০টার দিকে বালুচর এলাকায় অভিযান শুরু করে। পৌঁণে ১১টার দিকে বালুচর জোনাকী আবাসিক এলাকার শাহ আলম মেম্বারের বাসার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। হিরণ মাহমুদ নিপুর বিরুদ্ধে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে সিপিবি-কমিউনিস্ট পার্টিও জনসভায় হামলা ও সিলেট শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী নজরুল ইসলামকে হত্যার হুমকির দেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে কলেজের জায়গা দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তবে কোন অভিযোগে নিপুকে গ্রেফতার করা হয়েছে সে ব্যাপারে শাহপরাণ থানা পুলিশ সুস্পষ্ট করে কিছু না বললেও নিপুর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানিয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়