কানাইঘাট নিউজ ডেস্ক:
সিলেট শিক্ষা বোর্ডের অধীন ৪ জেলার মধ্যে পাশের হারের দিক থেকে এগিয়ে রয়েছে সিলেট জেলা। সিলেট জেলায় পাশের হার ৮৬ দশমিক ৩০। আর পিছিয়ে রয়েছে মৌলভীবাজার জেলা। মৌলভীবাজার জেলার পাশের হার ৮২ দশমিক ৩৮।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা (এসএসসি) ২০১৬ এর ফলাফল বুধবার সকালে প্রকাশ করে।
সিলেট শিক্ষাবোর্ডের প্রকাশিত ফলাফলের পরিসংখ্যানে দেখা যায়, পাশের হার ৮৬ দশমিক ৩০। সিলেট জেলা থেকে মোট ৩১ হাজার ৪৭৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে। এর মধ্যে ছেলে ১৪ হাজার ২৫৫ জন, মেয়ে ১৭ হাজার ২২০ জন। এর মধ্যে পাশ করে ২৭ হাজার ১৬২ জন। পাশ করা শিক্ষার্থীর মধ্যে ছেলে ১২ হাজার ৪৪৬ জন এবং মেয়ে ১৪ হাজার ৭১৬ জন। মোট জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ২৮০ জন। এর মধ্যে ছেলে ৭২৩ জন, মেয়ে ৫৫৭ জন। মোট পাশের হারের মধ্যে ছেলে ৮৭ দশমিক ৩১ ও মেয়ে ৮৫ দশমিক ৪৬।
২য় স্থানে রয়েছে হবিগঞ্জ জেলা। হবিগঞ্জ জেলায় পাশের হার ৮৫ দশমিক ৯৯। হবিগঞ্জ জেলা থেকে মোট ১৫ হাজার ৬৭২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে। এর মধ্যে ছেলে ৬ হাজার ৯৪৫ জন, মেয়ে ৮ হাজার ৭২৭ জন। এর মধ্যে পাশ করে ১৩ হাজার ৪৭৬ জন। পাশ করা শিক্ষার্থীর মধ্যে ছেলে ৬ হাজার ১৭ জন, মেয়ে ৭ হাজার ৪৫৯ জন। জিপিএ ৫ পেয়েছে ৩৪৯ জন। এর মধ্যে ছেলে ১৯৭ জন, মেয়ে ১৫২ জন। পাশের হারের মধ্যে ছেলে ৮৬ দশমিক ৬৪, মেয়ে ৮৫ দশমিক ৪৭।
৩য় স্থানে রয়েছে সুনামগঞ্জ জেলা। পাশের হার ৮৩ দশমিক ৬০। সুনামগঞ্জ জেলা থেকে মোট ১৭ হাজার ৯৪৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে। এর মধ্যে ছেলে ৮ হাজার ৩৮৬ জন, মেয়ে ৯ হাজার ৫৫৭ জন। এর মধ্যে পাশ করে ১৫ হাজার জন। পাশ করা শিক্ষার্থীর মধ্যে ছেলে ৭ হাজার ৬২ জন, মেয়ে ৭ হাজার ৯৩৮ জন। জিপিএ ৫ পায় ২১৮ জন। এর মধ্যে ছেলে ১১৭ জন, মেয়ে ১০১ জন। পাশের হারের মধ্যে ছেলে ৮৪ দশমিক ২১, মেয়ে ৮৩ দশমিক ০৬।
৪র্থ স্থানে রয়েছে মৌলভীবাজার জেলা। জেলার পাশের হার ৮২ দশমিক ৩৮। মৌলভীবাজার জেলা থেকে মোট ১৯ হাজার ৩৫৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে। এর মধ্যে ছেলে ৮ হাজার ৮৬ জন, মেয়ে ১১ হাজার ২৭২ জন। এর মধ্যে পাশ করে ১৫ হাজার ৯৪৮ জন। পাশ করা শিক্ষার্থীর মধ্যে ছেলে ৬ হাজার ৭৯৩ জন, মেয়ে ৯ হাজার ১৫৫ জন। জিপিএ ৫ পায় ২১৮ জন। এর মধ্যে ছেলে ১৮৮ জন, মেয়ে ২৩১ জন। পাশের হারের মধ্যে ছেলে ৮৪ দশমিক ০১, মেয়ে ৮১ দশমিক ২২।
সিলেটভিউ২৪ডটকম/
খবর বিভাগঃ
শিক্ষাঙ্গন
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়