Wednesday, May 11

ক্রিকেটেও বদলি খেলোয়াড়!


কানাইঘাট নিউজ ডেস্ক: ক্রিকেটে ‘দ্বাদশ ব্যক্তি’র প্রচলন বহু আগে থেকেই। কিন্তু ‘বদলি খেলোয়াড়ে’র প্রচলন নেই। তবে, এ বিষয় নিয়ে ভাবছে অস্ট্রেলিয়ার ক্রিকে বোর্ড। আহত ক্রিকেটারের বদলি খেলানোর বিষয়ে তারা উদ্যোগ নিয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) নিজেদের প্রথম শ্রেণির ঘরোয়া ক্রিকেটে আহত ক্রিকেটারের বদলি খেলানোর বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখার জন্য আইসিসির কাছে অনুমতি চেয়েছে। তবে এই বদলি পুরোপুরিই ‘মাথায় আঘাত পাওয়া’ ক্রিকেটারের জন্য প্রযোজ্য হবে। এই মাসের মধ্যেই হয়ত আইসিসি তাদের মতামত জানিয়ে দিবে। দ্বাদশ খেলোয়াড় সাধারণত আহতজনিত বা অন্য কারণে মাঠের বাইরে চলে গেলে তাঁর বদলি হিসেবে মাঠে নামে। তবে সে ব্যাটিং, বোলিং করতে পারে না। করতে পারে শুধু ফিল্ডিং। ক্রিকেট অস্ট্রেলিয়া এই জায়গাতেই পরিবর্তন চাইছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়