Saturday, May 21

লঞ্চ চলাচলে বাধা নেই


ঢাকা: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র কারণে নিষেধ্বাজ্ঞা থাকলেও প্রভাব কমে আসায় সদরঘাট নৌ-বন্দর থেকে ৩৬টি নৌ-রুটের ৬৫ ফিটের নিচের (ছোট লঞ্চ) যাত্রীবাহী লঞ্চ চলাচলের নির্দেশ দেয়া হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৫টা থেকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) লঞ্চ চলাচলের নির্দেশ দিয়েছে।সদরঘাট নৌ-বন্দরের যুগ্ম পরিচালক (যান্ত্রিক) জয়নাল আবেদিন ঢাকাটাইমসকে একথা জানিয়েছেন। তিনি বলেন, ৬৫ ফিটের নিচের লঞ্চ চলাচলের নির্দেশ দেয়া হয়েছে। তবে বৈরী আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ৬৫ ফিটের উপরে কোনো লঞ্চ চলাচল করতে পারবে না। এর আগে শুক্রবার বিকাল সাড়ে ৪টা থেকে বিআইডব্লিউটিএ এক ঘোষণায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারা দেশের নৌপথে নৌযান চলাচল বন্ধের নির্দেশ দেয়। আবহাওয়া পুরোপুরি অনুকূলে না আসা পর্যন্ত ৬৫ ফিটের উপরে যেকোনো লঞ্চ চলাচল বন্ধ থাকার আদেশ বলবৎ থাকবে বলে জানিয়েছেন জয়নাল আবেদিন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়