Monday, May 23

সিলেটে ছাত্রলীগের কেন্দ্রীয় সেক্রেটারি জাকিরের সংবর্ধনা স্থগিত


সিলেট, সোমবার, ২৩ মে ২০১৬ :: সিলেট বিভাগীয় ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত বাংলাদশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক সিলেটের সন্তান এস এম জাকির হোসাইন এর সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। আগামী ১ জুন সিলেট কোর্ট পয়েন্টে এ সংবর্ধনা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিলো শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপির। কিন্তু আসন্ন বাজেট অধিনেশনের কারনে তার এই সফরসুচী বাতিল করা হয়েছে। এজন্যই এ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মান ও সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার সিলেটভিউ২৪ডটকম কে এ তথ্য নিশ্চিত করেছেন। অনুষ্ঠানের নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে বলেও জানান তারা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়