শ্রীমঙ্গল প্রতিনিধি, মঙ্গলবার, ২৪ মে ২০১৬ :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিএনজি অটোরিকসা ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আব্দুল মতিন (৩৫) ও তাহের মিয়া (৩৫) নামে দুইজন নিহত হয়েছে।
মঙ্গলবার রাত ৮টায় শ্রীমঙ্গলের মতিগঞ্জবাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, শ্রীমঙ্গল শহর থেকে বাড়ির ফেরার পথে মতিগঞ্জবাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাকের সাথে মতিন ও তাহেরদের বহনকারী সিএনজি অটোরিকসার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১ জনের মৃত্যু হয়। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মারা যান অপরজন।
দুর্ঘটনায় গুরুতর আহত আরো একজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। শ্রীমঙ্গর থানার এসআই লিটন ঘোষ দুর্ঘটনা ও হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়